WelCome to AbirTunes

লেন্সের গ্রেড ও তা চেনার উপায়

Monday, May 18, 2015 0 comments

অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই অমুক লেন্সটার কোয়ালিটি কেমন। বা দাম কেমন হতে পারে।ক্যানন লেন্সের ক্ষেত্রে লেন্স দেখেই অনেকাংশে তা বোঝা সম্ভব।লেন্স দেখেই তার কোয়ালিটি বা গ্রেড বোঝার উপায়ের কথা এখন বলছি…
ক্যানন তাদের লেন্স সমূহ তিন ভাগে বা গ্রেডে ভাগ করেছে।গ্রেড তিনটি হল:
1.lower Grade
2.Medium Grade
3.Higher Grade

এখন মেইন বিষয় হল বুঝবেন কি করে কোনটা কোন গ্রেডের লেন্স।কোনটার কোয়ালিটি ও দাম কম আর কোনটার বেশি।সেটা চেনার উপায় বলছি এখন,

1.lower: এই ধরনের লেন্সে কোনো রিং থাকে না।নিচের লেন্সটা দেখুন।লেন্সটি হল ক্যানন 50mm f1.8।দাম:১২৫ ডলার।
এতে কোনো রিং নেই।এটি লোয়ার লেন্স ক্যাননের।এতে কোনো USM(Ultra-Sonic Motor) থাকে না।USM না থাকার ফলে ফোকাসিং সিস্টেম উন্নত নয়।ফোকাস স্পিডও ওতটা দ্রুত নয়।এই গ্রেডের লেন্সের দামও কম।
1.lower grade: ক্যানন ৫০মিমি ১.৮
1.lower grade: ক্যানন ৫০মিমি ১.৮


2.Medium:এই লেন্সে গোল্ডেন বা সোনালি রং এর রিং থাকে। নিচের লেন্সটায় এই ধরনের রিং দেখতে পাবেন।লেন্সটি হল ক্যানন ৫০মিমি ১.৪। দাম ৪০০ ডলার। এতে মিডিয়াম কোয়ালিটির USM থাকে।
2.Medium grade: ক্যানন ৫০মিমি ১.৪
2.Medium grade: ক্যানন ৫০মিমি ১.৪


3.Higher: এটিকে Luxury/Low light লেন্সও বলা হয়।এতে লাল রং এর রিং থাকে। USM অনেক উন্নত মানের। দামও অনেকবেশি।প্রোফেশনাল L সিরিজের লেন্স গুলো এই ধরনের লেন্স।
লেন্সটি হল ক্যানন ৫০মিমি ১.৪। দামঃ১৫০০ ডলার।
3.Higher grade: ক্যানন ৫০মিমি ১.২
3.Higher grade: ক্যানন ৫০মিমি ১.২
তিনটিই ৫০মিমির প্রাইম লেন্স।কিন্তু গ্রেডের জন্য দাম ও কোয়ালিটির অনেক পার্থক্য রয়েছে।এভাবে আপনারা একটি লেন্স সম্পর্কে প্রাথমিক ধারনাটা পাবেন।
Share this article :

Post a Comment

Thank you


#htmlcaption1 Go UP! Saadika Abir Telecom. The Group of Power Voice. #htmlcaption2 Stay Connected
 
Support : Abir's Tune | AR.Mukul Temples | SaabTelecom | Face Book | The Power of IT World
Copyright © 2015. AbirTunes - All Rights Reserved
Template Created by Abir's Tune Modify by Sadika Abir Telecom
Proudly powered by AR.Mukul