iobit uninstaller কি এবং কেন ?
iobit unistaller হল একটি অসাধারন uninstall করার সফটওয়্যার। এর কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। যা উইন্ডোজ এর ডিফল্ট থেকে অনেক বেশি উন্নত।

iobit unistaller এর সুবিধা সমূহ নিম্নরূপ ;
১) এতে আপনি খুব সহজে যে কোন সফটওয়্যার মূছে ফেলতে পারবেন।
২)যে সফটওয়্যার সাধারন windows এর default unistaller দিয়ে মূছে না তা ও খুব সহজে মূছে ফেলতে পারবেন
৩)এতে করে ডিলিট করা সফটওয়্যার ১০০% রিমুভ হই, যাতে উইন্ডোজ এর তা দিয়ে মাত্র ৮০% হই।
৪)reg. file সহ c ড্রাইভ ও নানা যাইগাই থাকা ফাইল ডিলিট করে ফেলে।
৫)এর মাধ্যমে আপনি trail software গুলো একের অদিক বার বেবহার করা যাবে। ফলে আপনি মক্তি পাবেন মাসে মাসে প্রিমিউম সফটওয়্যার ক্রই থেকে।
৬)অনেক সফটওয়্যার যে গলো সাধারন উইন্ডোজ uninstaller দিয়ে রিমুভ হই না সেগুল খুব সহজে রিমুভ করা যাই।

সাইজ মাত্র ১১.৯ MB। iobit unistaller এ খুব অল্প রেম এ চলে। এবং ১০০ % ভাইরাস মুক্ত। তাই আপনি চাইলে এখনি নামিয়ে নিতে পারেন এই সফটওয়্যার টি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।
টিউন করেছেন : সাদিক পলাশ





Post a Comment
Thank you